TT Ads
Spread the love

 

বরিশাল: গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর বলেছেন, নুর মানে তারুণ্য, নুর মানে নতুন বাংলাদেশ, নুর মানে বিজয়। সেই বিজয়ের ওপর আক্রমণ করে রক্তাক্ত করা মানে বাংলাদেশকে রক্তাক্ত করার আরেক নাম।

যার প্রতিবাদে আজ গণঅধিকার পরিষদসহ সব বিপ্লবী সংগঠন রাজপথে আছে। নুর ভাইয়ের ওপর আক্রমণ মানে সেই ফ্যাসিবাদী প্রেতাত্মা মাথাচাড়া দিয়ে ওঠার একটা ইঙ্গিত। তিনি আরও বলেন, সেই ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে দমন করতে হবে, জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে ব্যান্ড করতে হবে।

সে সঙ্গে নুর ভাইয়ের ওপর প্রশাসনে থাকা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের নির্দেশে যে হামলার ঘটনা ঘটেছে তাদেরসহ ঘটনায় জড়িত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিচারের আওতায় না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে

র সড়কে প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তাদের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা কর্মীদের ওপর জাতীয় পার্টি, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ পেটোয়া বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে।

মানববন্ধনের আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করে অশ্বিনী কুমার হল চত্বরে আসেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু ২০১৮ সাল থেকে অপসংস্কৃতি, অপপ্রচার, মিথ্যাচার, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। ২৪ এর গণঅভ্যুত্থানে নুর ভাইকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি বলেছিলেন, স্বৈরাচার সরকারের পতন ৯০ শতাংশ হয়েছে এখন ১০ পার্সেন্ট ধাক্কা দিন।

বক্তারা আরও বলেন, ভিপি নূরুল হক নুর ছিলেন পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। তার ওপরে পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী এবং পুলিশের পেটোয়া বাহিনী। তাদের অমানবিক নির্যাতনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নুর। আমরা এ লুকিয়ে থাকা স্বৈরাচারদের স্বরূপে ফিরে আসায় উদ্বিগ্ন এবং ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

Print this entry

TT Ads

Post not found !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *