
বরিশাল: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনীতে অভিযানটি পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো- নগরের ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনীর বাসিন্দা ও মাদক কারবারি মো. মানিক মাতুব্বর (৩৫), মো. রুবেল (৩৩), নগরের ৬ নম্বর ওয়ার্ডের গগন গলি এলাকার মো. আল আমিন বেপারী (৩২), ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি স্টেডিয়াম কলোনীর বাসিন্দা মো. শাহাদাত হোসেন বাপ্পি(৩২), বুলু রাকিব (৩৪) ও বন্দর থানাধীন নেহালগঞ্জ এলাকার মো. ইয়ামিন ফরাজী (৩০)।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন জানান, আটকের সময় সকলের জিম্মা থেকে মোট দেড়শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যে ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।