TT Ads
Spread the love

 

বরিশালঃ  বরিশাল নগরীর পোর্ট রোডের পাঁচটি গুদাম থেকে প্রায় ৪৫০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে নগরীর পোর্ট রোড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দের নেতৃত্বে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এনএসআই বরিশাল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই যৌথ উক্ত অভিযানে পোর্ট রোডস্থ পাঁচটি গুদাম থেকে প্রায় ৪৫০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়৷

অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর বিভিন্ন ধারায় পাঁচটি পৃথক মামলায় সর্বমোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত অবৈধ জাল জব্দপূর্বক পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় ফায়ার সার্ভিস বরিশাল, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা প্রদান করেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *