 
	                            						
বরিশালঃ দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আলো দীপ্ত ছড়িয়ে বরিশাল বিভাগীয় গুনী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হলেন, দুই শাহনাজ পারভীন।
সংশ্লিষ্ট সূত্রেনজানা গেছে, বরিশাল বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন পটুয়াখালী সদর উপজেলা টাউন কালিকাপুর বড় বাড়ি সঃ প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহনাজ পারভীন ও ঝালকাঠি সদর উপজেলারনদক্ষিণ মানপাশা সঃ প্রাঃ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। তারা দু’জনই নিজ বিদ্যালয়ের ব্যাপ্তি ছাড়িয়ে নিজেদের মেধা, মননশীলতা, সৃজনশীলতাসহ পাঠক্রমিক কার্যক্রম নিজ উপজেলা, জেলা ও বিভাগে যথেষ্ট দক্ষতার ছাপ রেখেছেন।
এছাড়াও প্রাথমিকের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনেও তাদের রয়েছে সক্রিয় অংশগ্রহন। তাদের এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো বিদ্যালয়, স্থানীয় শিক্ষা পরিবার এবং জেলার জন্য এক গর্বের বিষয়। এঅর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রেরণা যোগাবে এবং আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজয়ী দুই শিক্ষক।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                     
                                    