TT Ads
Spread the love

 

বরিশালঃ বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশকে কেন্দ্র করে নিয়ে তর্কের জেরে তিন দফায় স্থানীয় ছাত্র নেতাদের হামলায় দুই সংবাদকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথা ফেটে রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হন।


আহত সাংবাদিক সুমন হাসান জানান, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা মহিলা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। তিনি আরও জানান, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে এসে নিজের পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদল মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা আসার পূর্বেই ছাত্রদল নেতারা পালিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *