স্টাফ রিপোর্টার: বরিশালের শব্দকল্পদ্রুম পরিবারের সদস্য ও ক্ষুদে আবৃত্তিশিল্পী নাহিনা বিনতে জামান সুবাহ জাতীয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ আবৃত্তি বিভাগে তৃতীয় স্থান অর্জন করে সারা বরিশালকে গর্বিত করেছে।
তার এই অর্জনে শব্দকল্পদ্রুম পরিবারসহ বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে আনন্দ ও গৌরবের পরিবেশ। সবার মুখে এখন উচ্চারিত হচ্ছে ছোট্ট সুবাহর নাম। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ উপস্থাপনা ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে সুবাহ নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে।
শব্দকল্পদ্রুম পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুবাহ নিয়মিত আবৃত্তি চর্চা, একাগ্রতা ও নিষ্ঠার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। তারা আরও বলেন, তার মধ্যে ছোটবেলা থেকেই সাহিত্য ও আবৃত্তির প্রতি গভীর আগ্রহ দেখা যায়। পরিশ্রম, পরিবার ও প্রশিক্ষকদের অনুপ্রেরণাই তাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান ও সদস্যরা সুবাহর এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, সুবাহর এই অর্জন অন্য ক্ষুদে শিল্পীদেরও অনুপ্রেরণা যোগাবে।
শব্দকল্পদ্রুম পরিবার বিশ্বাস করে, প্রতিভাবান এই ক্ষুদে আবৃত্তিশিল্পী ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও বরিশালের নাম উজ্জ্বল করবে— এমনই প্রত্যাশা তাদের।




