TT Ads
Spread the love

 

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম নাহিদ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি বরিশাল উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামালের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম নাহিদ বলেন, আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের মহান লক্ষ্য নিয়ে রাজনীতি করছি। যেখানে ইনসাফ ও ন্যায়বিচার নেই, সেখানেই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্ম হয়।

তিনি আরও বলেন, বরিশাল-৫ আসনের মানুষের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূর করতে পারলেই জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে তিনি তার নির্বাচনী এলাকার ভোটারসহ সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম সাঈদসহ দলটির অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *