TT Ads
Spread the love

 

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল, মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৬ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কলাপাড়া উপজেলা আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দ্বায়িত্ব) মো.আকরাম হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ নূরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম এবং লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়’র ক্রীড়া শিক্ষক আবুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব আলী, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফজাল হোসেন, পাখিমাড়া প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মিলন হাওলাদার, পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, নিজাম উদ্দিন, আবদুল জব্বার, কাওসার হোসেনসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং সংবাদকর্মীগন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিষ্ঠান পর্যায়ে খেলাধুলা চালু থাকলে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, যে সকল প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা রয়েছে তাদের শিক্ষার মান উন্নত। তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালু করতে ক্রীড়া শিক্ষকদের অনুরোধ করেন।
উল্লেখ্য প্রতি ইভেন্টেড চ্যাম্পিয়নরা পটুয়াখালী জেলা পর্যায়ে অংশ নিবেন।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *