 
	                            						
বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থেকে পরস্পর বিরোধী অভিযোগ তুলে জানানো হয়েছে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।
আহত শিবির কর্মীরা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময়ে জামায়াত-শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড় শ্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়কের নেতৃত্বে হামলা চালায়। আহত শিবিরের ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আর প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কর্মী সভা ছিল কলেজের অনতিদূরের দলীয় কার্যালয়ে। সেখানে ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল করে যাচ্ছিলেন। অপরদিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের নেতা কর্মীরা বিএনপি নেতাদের কটূক্তি করে স্লোগান দিলে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের ২০ জন আহত হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গতকাল কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এঘটনার জের ধরে আজ সংঘর্ষ বাধে। তবে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে। তিনি আরো বলেন আহত হওয়ার ঘটনা পুলিশ পৌঁছনোর আগে ঘটেছে।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                     
                                    