TT Ads
Spread the love

 

অনলাইন ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন ৯ জন পোলিং এজেন্ট। অনিয়ম খতিয়ে দেখতে ৪ দফা দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর তারা এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তারা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণের সময় অসংখ্য অনিয়ম প্রার্থী, ভোটার ও পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন। এসব ঘটনার মধ্যে ভোটকেন্দ্রে ইতোমধ্যে পূরণ করা ব্যালট পেপারের উপস্থিতি, জাল ভোটারের উপস্থিতি, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধাপ্রদান ইত্যাদি উল্লেখযোগ্য।

তারা বলেন, নির্বাচনী কালি হিসেবে ভোটারদের আঙুলে যে কালি ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই অমোচনীয় ছিল না। এই কালি সামান্য ঘষাতেই উঠে যাচ্ছিল। এমনকি নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অসংখ্য মানুষ অবৈধভাবে ভুয়া প্রেস-পাস ব্যবহারসহ নানা উপায়ে ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন প্রভাবিত করেছে।

তারা বলেন, ভোটার উপস্থিতির যে সংখ্যা নির্বাচন কমিশন উল্লেখ করছে, তা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটার যদি ভোট দিয়ে থাকেন, তাহলে আধাবেলার পর ভোটকেন্দ্র কীভাবে ফাঁকা পড়েছিল-এই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের তরফ থেকে পাওয়া যাচ্ছে।

ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর, ভোটগণনার সময়ও বহুবিধ অনিয়ম পোলিং এজেন্টরা প্রত্যক্ষ করেছেন। ভোট গণনা শুরু করতে গড়িমসি, নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের অবৈধভাবে গণনার স্থলে অবস্থান, গণনার মেশিন ও প্রোগ্রাম সম্পর্কিত ধোঁয়াশা, গণনার সময় পোলিং এজেন্টদের মেশিন থেকে দূরে রাখা আমাদের মনে নানা আশঙ্কার জন্ম দিয়েছে।

তাদের চারটি দাবি হলো- ১. নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন। ১.১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের প্রতি প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান। ২. অনতিবিলম্বে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা। ৩. ভোটার উপস্থিতির প্রকৃত তথ্য বের করার নিমিত্তে অংশগ্রহণকারী ভোটারদের তালিকা প্রকাশ। ৪. ভোট গণনার মেশিন ও প্রোগ্রাম কোন প্রতিষ্ঠানের কাছ থেকে, কী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কারা সংশ্লিষ্ট ছিল তা স্পষ্ট করা।

পোলিং এজেন্টরা হলেন- টিএসসি কেন্দ্রে প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুর পোলিং এজেন্ট জাইবা তাহজীব, সামিরা রহমান, সিনেট ভবনে ইশরাত জাহান ইমুর বৈশাখী সুলতানা রিথী, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ইসরাত জাহান, টিএসসির শাহানা মমিন রাইসা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের জাহরা নাজিফা, টিএসসি কেন্দ্রের সামিহা হায়দার কথা, শারীরিক শিক্ষা কেন্দ্রের মো. মুসফিকুর রহমান এবং একই কেন্দ্রের রাজ ধর প্রীত।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *