 
	                            						
বরিশাল: আজ আমার পিতা এ্যাডভোকেট শাহ্ আলম খান’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৮৫ সালে ১০ ডিসেম্বর থেকে চলমান বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে, বরিশাল বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রথম গণঅনশন আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী।

সেই আমরণ অনশনেই তিনি প্রথম বার স্ট্রোক করেন। ১৯৮৯ সালের ১০ অক্টোবর দ্বিতীয়বার স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তার সেই দিনের আন্দোলনের ফল-স্বরূপ আজকের বরিশাল বিভাগ, প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
কিন্তু দুটোর কোনটিই তিনি দেখে যেতে পারেননি। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমিন।
– মনবীর আলম খান
– সম্পাদক, নিউজ সাইড ২৪ ডটকম
বিঃদ্রঃ- তৎকালীন জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত আমার বাবার ছবি।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                     
                                    