TT Ads
Spread the love

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কুয়াকাটার বালুকাবেলায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১০ অক্টোবর) বিকাল ৫টায় কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন, বরিশাল বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

“জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার, বরিশাল (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক, বরিশাল (যুগ্ম সচিব) মো: আহসান হাবিব, জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী, ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপনা করেন, সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল, মো: আবদুর রহিম।
অনুষ্ঠানে আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী, মুহাম্মদ মজিবুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি, মোহাম্মদ আঃ জব্বার। এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল জব্বার। বক্তারা অবহেলিত শিক্ষক সমাজের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

২টি পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২য় পর্বে বক্তব্য রাখেন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম এবং পটুয়াখালী হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী পিরুসহ উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচছা জানান আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, আমরা শিক্ষক সমাজ প্রতিনিয়ত শত প্রতিকূলতার মুখোমুখি হই। হাজার বাঁধা উপেক্ষা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ডায়ানামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন বরিশাল বিভাগের শিক্ষকদের সকল পজিটিভ কাজে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করে নিজেদের দক্ষ করে গড়ে তোলা একজন আদর্শ শিক্ষকের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *