কলাপাড়া, পটুয়াখালীঃ ১৩ অক্টোবর সোমবার পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’।
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করাই দিবসটির উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনেনউপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ উপজেলা পর্য়ায়ে সকল কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্কাউট, সিপিপি সদস্যবৃন্দ, এনজিও সকল কর্মকর্তা বৃন্দ, মিডিয়া কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিগণ মিলে সকলে র্যালী, মহড়া, আলোচনা সভা করা হয়েছে।




