 
	                            						এশিয়া কাপের প্রস্তুতিতে আফগানিস্তান দলের ভিন্নধর্মী কৌশল! টুর্নামেন্ট সামনে রেখে ২২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এই স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার মুজিব-উর-রহমান ও নাজিবউল্লাহ জাদরান। যা নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট অঙ্গনে চলছে জোর আলোচনা।
চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। গ্রুপ ‘বি’ তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকং। রশিদ খানের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানরা।
কিন্তু স্কোয়াড ঘোষণা ঘিরে আলোচনার ঝড় উঠেছে মূলত দুই তারকার অনুপস্থিতি ঘিরে। ইনজুরি কাটিয়ে ফেরার পরও বাদ পড়েছেন মুজিব-উর-রহমান। চলতি মৌসুমে শাপগিজা লিগে ৯ ম্যাচে ১৩ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সও নির্বাচকদের নজর কাড়তে পারেনি।
আরেকদিকে, দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নাজিবউল্লাহ জাদরান, যিনি টি-টোয়েন্টিতে আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তাকেও রাখা হয়নি প্রাথমিক দলে। ১৮৩০ রানের মালিক এই মারকুটে ব্যাটারকে না রাখায় সমালোচনার ঝুঁকিতে পড়েছে টিম ম্যানেজমেন্ট।
স্কোয়াডের ১৫–১৬ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠিত হবে, যারা এশিয়া কাপের পাশাপাশি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ফেরার সম্ভাবনা এখন প্রায় শূন্য বললেই চলে।
অভিজ্ঞতার বদলে এবার দল সাজানো হয়েছে তরুণদের ঘিরে। একঝাঁক নতুন মুখ নিয়ে শুরু হবে আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান। এবার দেখা যাক, অভিজ্ঞতাহীন এই স্কোয়াড কতটা দূর যেতে পারে।
আফগানিস্তানের ম্যাচের সূচি (এশিয়া কাপ ২০২৫):
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
প্রাথমিক স্কোয়াডে যারা রয়েছেন:
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।
 
        

 
                                         
                                         
                                         
                                         
                                        

 
                            
 
                                     
                                    