TT Ads
Spread the love

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপিত হয়েছে। 

শনিবার (২ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এই আয়োজনে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। শ্রম কাউন্সেলর আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৌশলী সালাউদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদসহ অন্যান্যরা। আয়োজনে বিপুল সংখ্যক সাধারণ প্রবাসীদের উপস্থিতি ছিল।

এসময় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের সময় যখন সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছিল, তখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীরাই এই আন্দোলনকে পুনরায় প্রাণ দিয়েছিলেন। অনলাইনের মাধ্যমে প্রতিবাদকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, সেই সময়কার রেমিট্যান্স শাটডাউন ছিল প্রতিবাদের এক শক্তিশালী রূপ, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল।

কনসাল জেনারেল আমিরাত প্রবাসীদের উদ্দেশ করে বলেন, দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তবে আমরা যেখানে জীবিকা নির্বাহের জন্য এসেছি সেই দেশের আইন লঙ্ঘন করা যাবে না৷ আমাদের সবাইকে আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অসামান্য ত্যাগ ও দেশের প্রতি তাদের গভীর ভালোবাসাকে সম্মান জানানো হয়েছে।

Print this entry

TT Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *